• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি বিমান কর্মকর্তা নাজমুল হককে শর্ত সাপেক্ষে জামিন

আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি বিমান কর্মকর্তা নাজমুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে এ জামিন দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে।
মঙ্গলবার জামিন বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশে দেন।
জামিন আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছর গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি ‘বি-নাট’ ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের নয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর নাজমুল হকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করে বিমান কর্তৃপক্ষ। এ মামলায় জামিন আবেদন করেন নাজমুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ