বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সব জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শনিবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি ঘোষণাকালে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার পরও নেতাকর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। আওয়ামী লীগই সংঘাতে জড়িয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী নেতাকর্মীরা হামলা চালালেও তাদের দলের সাধারণ সম্পাদক ও নেতারা উল্টো বিএনপির ওপরই দোষ চাপাচ্ছেন।
বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথে আসারও আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।