অধূমপায়ী কর্মচারীদের জন্য অভিনব উপহার দিল জাপানের একটি সংস্থা। যারা ধূমপান করেন না, তাদের প্রতিবছর ছ’দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করল সংস্থাটি।
তাদের দাবি, অধূমপায়ীরা কাজের ফাঁকে ধূমপান করে সময় নষ্ট করেন না। তাই এই ছুটি তাদের প্রাপ্য হয়। একই সঙ্গে ধূমপায়ীদের ধূমপান ছেড়ে দেয়ারও আবেদন জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, একজন কর্মী দিনে গড়ে ১৫ মিনিট কাজের সময় নষ্ট করেন। তাছাড়া এতে মনোঃসংযোগও নষ্ট হয়। তাই যারা ধূমপান করেন না, তারা প্রশংসার দাবিদার। ওই সংস্থার ১২০ জন কর্মীর মধ্যে ৩০ জন কর্মী এই পুরস্কার পেয়েছেন। ওই সংস্থার এই উদ্যোগ ইতিমধ্যেই দারুণ প্রংশসিত হয়েছে জাপানের সংবাদমাধ্যমে।
কয়েকটি সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, তারাও এইভাবে অধূমপায়ী কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী জাপানের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে ১৮ শতাংশই ধূমপায়ী।