রংপুর অফিস॥
রসিক নির্বাচনের আগাম প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীরা ব্যানার, ফেস্টুন অপসারণে তৎপর হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় এ অপসারণের চিত্র দেখা যায়। তবে, দেওয়ালে ও গাছে সাঁটানো পোষ্টার অপসারণের কোনও চিত্র দেখা যায়নি। জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারণা বৃহস্পতিবারের মধ্যে বন্ধ, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । নির্দেশনা অমান্য করলে কোনও প্রার্থী বিজয়ী হলেও জরিমানাসহ কারাদ- দেওয়ার বিধান রয়েছে আইনে। নির্দেশনায় রংপুর বিভাগীয় কমিশনারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে চিঠিতে সম্ভাব্য প্রার্থীদের নিজ উদ্যোগে প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার কথা বলা হলে নগরী জুড়ে ওই সব প্রচারনা বন্ধের মাইকিং করা হয়। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়ার রীতি থাকলেও এবার আগেই হুঁশিয়ারি দিল ইসি। আইন অনুযায়ী, এ বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদ-ের কথা বলা হয়েছে।