ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহতায় সাথী আক্তার (১৫) নামে ও তাসলিমা আক্তার (১৬) নামে দুই স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার(০২নভেম্বর) বেলা ১২ঘটিকার সময় উপজেলা কর্মকর্তা এই বাল্যবিয়ে বন্ধ করেন।
সাথী আক্তারের বাড়ী কুল্লা ইউনিয়নের বরকৈ গ্রামের মোঃ শামসুল ইসলামের মেয়ে এবং বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।অপর দিকে তাসলিমা আক্তার নামে একই গ্রামের মোঃ নীল চাঁনের মেয়ে সে রোয়াইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
উপজেরা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম বরকৈ গ্রামে শামসুল ও নীল চাঁনের বাড়ীতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। তখন আমার সঙ্গীয় র্ফোস নিয়ে সেই দুই বাড়ীতে যায়। এবং সেখানে গিয়ে দেখি বাল্যবিয়ে আয়োজন করার কারণে মেয়ের বাবা শামসুলকে দুই হাজার টাকা এবং নীল চাঁনকে এক হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেনা না বলে মুচলেকা নিয়ে বিয়ে দুটি বন্ধ করে দেই।