উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে দিনব্যাপি বিশুদ্ধ পানি সাপ্লাই ও সেনিটেশন প্রকল্পের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন-সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইয়ামিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, মিজানুর রহমান, ওয়াটার সাপ্লাই প্রকৌশলী শামীম রেজা, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যক্ষ আবু সাইদ, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার, পৌর কাউন্সিলর এস.এম. আমিরুল ইসলাম আরজু, আলাউদ্দিন তালুকদার, পৌরসচিব তৌহিদুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া প্রমুখ। কর্মশালায় গ্রাহক পর্যায়ে বিশুদ্ধ পানি সাপ্লাই নিয়ে বিস্তারিত আলোচনা করেন সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইয়ামিনুল ইসলাম। কর্মশালায় চারটি ভাগে পৌর নাগরিকদের নিকট থেকে বিশুদ্ধ পানি সরবরাহ নিয়ে মতামত গ্রহণ করা হয়। এ মতামতের উপর সমাপনী বক্তব্য দেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন হিসাবরক্ষক শ্রীকান্ত বিশ্বাস। এ আগে পৌরসভার আয়োজনে পৌর হলরুমে টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। সভায় ৯টি ওয়াড থেকে আগত ওয়ার্ড কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, মনোয়ার হোসেন সরকার, নজরুল ইসলাম লেবু, আবুল কালাম আজাদ, ময়নুল হক, সুরইয়া লাকী শিকদার, গুলশান আরা বেলী, নাজমা পারভীন উপস্থিত ছিলেন।