রংপুর প্রতিনিধি॥
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন পরিষদ ও খোড়াগাছ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে রাস্তার দু-ধারে তাল বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বীজ রোপন কার্যক্রম উদ্বোধন কালে তিনি বলেন, রাস্তার দুধারে ও প্রতিটি বাড়ির পাশে তাল গাছের বীজ রোপন করলে বজ্রবিদ্যুত থেকে মানুষ ও জীবজন্তু রক্ষা পাবে। এ তালগাছের বীজ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং খোড়াগাছ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মন্তুজুল আলম রতন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শাহানুর মন্ডল, বাতাসন মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছেফুল আলম প্রমূখ। পরে ১নং খোড়াগাছ ইউনিয়নের বিভিন্ন রাস্তার দু ধারে প্রায় ৩ হাজার তালগাছের বীজ রোপন করা হয়।