• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয় -ওবায়দুল কাদের

আপডেটঃ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির উস্কানিমূলক ও পূর্বপরিকল্পিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা নেই। কারণ তারাই সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়বাদুল কাদের আরো বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে কথা বলা হয় সেটার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটাই চাই।
আওয়ামী লীগ নিরপেক্ষ-নির্বাচন চায় জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক সেটা আমরা চাই। নির্বাচন কমিশন আওয়ামী লীগ বা বিএনপির পক্ষপাতিত্ব করুক সেটা আমরা চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ