আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দল হিসেবে বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো সংকোচিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে অনুসরণ করে না। আওয়ামী লীগের কর্মযজ্ঞ বিএনপি অনুসরণ করে। আগামী নির্বাচনে অংশ না নিলে দল হিসেবে বিএনপির অস্তিত্ব থাকবে না। দলটির অবস্থা মুসলিম লীগের মতো সংকোচিত হবে।