• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশজুড়ে অব্যাহত থাকতে পারে বৃষ্টি, কমবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন ঢাকায়, ক্ষোভ নায়ক নাঈমের গভর্নর ডলার বিক্রি বন্ধ ঘোষণা করলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ: তারেক রহমান আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে ৭.৬২ এমএম রাইফেল নিয়ে: উপদেষ্টা সাখাওয়াত হঠাৎ মঞ্চে হাজির মমতা, আন্দোলনে রাশ টানার চেষ্টা সাগরে ৮ ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার আমেরিকার বেসরকারিখাত গুলো বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত থেকে ঢাকায় ডোনাল্ড লু আ. লীগ. কখনোই বৈধ সরকার ছিল না, ক্ষমতা দখল করেছে সন্ত্রাসী কায়দায়

সরকার পরিবর্তনে গণবিস্ফোরণ ঘটবে -মওদুদ

আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

গণবিস্ফোরণের মাধ্যমে অতীতের মতো বর্তমান সরকারেরও পরিবর্তন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে ক্ষমতাসীনরা সমঝোতায় না আসলে দেশের মানুষ রাস্তায় নামবে। সরকার সমঝোতা আসতে বাধ্য হবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, আমরা সহায়ক সরকারের কথা বলেছি। এমন একটি নিরপেক্ষ সরকার যে সরকারে কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না। নির্বাচনের সময় সেনাবাহিনী থাকতে হবে। এছাড়া ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে।
গণতন্ত্র ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাবি করে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনমত সৃষ্টি করতে আগামী দিনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের যেখানে খুশি সেখানে যাবেন। যাত্রা পথে কোন রকমের বাধা খালেদা জিয়াকে রোধ করতে পারবে না। শত বাধা থাকা সত্ত্বেও আমরা দেশের মানুষের কাছে যাবো। জনমত সৃষ্টি করবো। এ সরকারের পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, র‌্যাব, পুলিশ দিয়ে কত দিন ক্ষমতায় থাকতে পারবেন? জন জোয়ার তৈরি হলে দেশের মানুষের পক্ষে থাকবে র‌্যাব, পুলিশ।
সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশা সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতিয় পার্টি (জাফর) আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ