বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠল আজ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ২টায়।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক সিলেট।
প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। তাও আবার স্বাগতিকদের সঙ্গে উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। এ নিয়ে খুলনার দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সিলেট স্টেডিয়ামে টিকিটের চাহিদা ছিল দারুণ। নিজেদের আঙ্গিনায় সিলেট সিক্সার্সের ক্রিকেটাররা ভক্তদের প্রত্যাশার প্রতিদান কতটা দিতে পারেন সেটা দেখার অপেক্ষা।