• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ মে, ২০২৪

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ‘আধিপত্য বিস্তারের’ জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ আলম। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে দূর্বৃত্তরা মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ