গুণী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে চিত্রনায়ক আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে জলি তার শুটিংয়ের কাজও শেষ করেছেন। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে জলি বলেন, ‘আমার চরিত্রটি যদিও ছোট্ট, কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি চেষ্টা করেছি মনের মতো করে অভিনয় করতে। আর পরিচালক হিসেবে আলমগীর ভাই সত্যিই অসাধারণ একজন পরিচালক। প্রি-প্রোডাকশন খুবই গোছানো ছিল। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি তার ইউনিট খুব গোছানো একটি ইউনিট। যে কারণে একটি সিনেমার গল্প কাজটি বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শকের কাছে সিনেমাটি উপভোগ্য হবে।’
বর্তমানে দুটি ধারাবাহিকের অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। একটি শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’ এবং অন্যটি হিমু আকরামের ‘বিদেশি পাড়া’। এছাড়া ডিসেম্বরে তিনি আফসানা মিমি, রহমতুল্লাহ তুহিন ও আল হাজেনের নতুন ৩টি ধারাবাহিকের শুটিং শুরু করবেন।