নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা ওই পুরুষের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার পরনে ছিল কালো স্যান্ডো গেঞ্জি ও কফি কালারের টাউজার।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমরাজ আহসান বলেন, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনের ওপর থেকে নিচে পড়ে এক পা কাটা পড়ে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।