• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ এর পরে খাদ্যতালিকায় পুরুষদের রাখতেই হবে যেসব খাবার নিরুৎসাহিতকরণ শেষে পর্যটকরা ৫ ডিসেম্বর থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন সেনা নিরাপত্তায় সাজেক ছেড়েছেন পর্যটকরা পরিবারের সঙ্গে মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ চেম্বার আদালতে বাবুল আক্তারের জামিন বহাল, বাধা নেই মুক্তি পেতে সুবাতাস রপ্তানি আয়ে, নভেম্বরে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার দিল্লির দাসত্বকে হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে খান খান করে দেবো: রিজভী আমু-কামরুলকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ কমলা চাষে সফল নওগাঁর যুব কৃষি উদ্যোক্তা শফিকুল ইসলাম বর্তমানে দেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা

অতি দূত সময়ে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে সক্ষম এআই টুল!

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪
- ছবি - ইউএনবি

অস্ট্রেলিয়ার একদল গবেষক এমন এক কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন, যা আরো কম সময়ে ও সঠিকভাবে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক।

শুক্রবার প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায়, তাদের এই টুল যে ডিপ লার্নিং মডেল ব্যবহার করেছে, তার নাম ডেপ্লয় (DEPLOY)। টুলটি মস্তিষ্কের টিউমারকে সঠিকভাবে গুরুত্বপূর্ণ ১০ উপধরনে শনাক্ত করতে সক্ষম, যা রোগীর মস্তিষ্কের টিস্যুর আণুবীক্ষণিক ছবি বিশ্লেষণ করে এই কাজ করে থাকে।

এএনইউ-এর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের এই প্রকল্পের সহ-প্রধান দান-তাই হোয়াং বলেন, মস্তিষ্কের টিউমার শনাক্ত এবং তা নানা ধরনে ভাগ করার জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে তাতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় এবং সহজে উপলব্ধও না। এ পদ্ধতিটি হচ্ছে ডিএনএ মিথাইলেশন ভিত্তিক প্রোফাইলিং প্রক্রিয়া। সে তুলনায় এআই টুলটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল সরবরাহ করতে সক্ষম।

হোয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ডেপ্লয় ৯৫ শতাংশের অভূতপূর্ব নির্ভুলতা অর্জন করেছে।’

ডেপ্লয়কে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় চার হাজার রোগীর তথ্যের মাধ্যমে প্রশিক্ষিত এবং যাচাই করা হয়েছে।

হোয়াং বলেন, ভবিষ্যতে এটি কোনো প্যাথলজিস্টের প্রাথমিক রোগ নির্ণয়ে যুক্ত করতে বা ভিন্ন ফলাফল খুঁজে পেলে পুনরায় মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে।

গবেষকরা বিশ্বাস করেন, টুলটি অন্যান্য ধরনের ক্যান্সার শ্রেণিবদ্ধকরণে সহায়তা করতে ব্যবহার করা যেতে পারে।

সূত্র : সিনহুয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ