শুক্রবার মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা ‘ইত্তেফাক’। ক্রাইম থ্রিলারধর্মী এই সিনেমাটি নিয়ে অনেকেই বেশ উত্সাহিত। এই দু’জনের পাশাপাশি রয়েছেন অক্ষয় খান্নাও। রহস্য-রোমাঞ্চ যেমন রয়েছে তেমনই পাশাপাশি এই সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে বেশকিছু উষ্ণ দৃশ্যও রয়েছে সোনাক্ষীর। তাই নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন এ নায়িকা। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার অস্বস্তি হয়, তবুও গল্পের প্রয়োজনে কিছুটা করেছি। এরপর থেকে আর সম্ভবত এমন দৃশ্যে নিজেকে উপস্থাপন করতে চাই না।’
সম্প্রতি করণ জোহরের সঙ্গে একটি চ্যাট শো-তে ‘দাবা’ ছবির এই অভিনেত্রী তার অস্বস্তির কথা জানান। সোনাক্ষী আরও বলেন, ‘ইত্তেফাক ছবি দেখলে হয়তো বোঝা যাবে না, তবে ক্যামেরার সামনে ওই দৃশ্য ফুটিয়ে তুলছে মোটেও সাবলীল ছিলাম না। সব অভিনয়শিল্পীর একটা জোন থাকে, যেখানে কোনো একটি কাজ করতে তার অস্বস্তি হয়। কারও কমেডি দৃশ্য, কারও কান্নার দৃশ্য, কখনও আবার সহ-অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের অভিনয়। আমার কাছে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় খুব অস্বস্তিকর।’