• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

পাকিস্তান ইমাদকে পাবে না বিশ্বকাপের প্রথম ম্যাচে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সাইড স্ট্রেইনের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযানের শুরুতে তাই স্পিনিং অলরাউন্ডারকে পাবে না ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।

ডালাসে আজ বৃহস্পতিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে পথচলা শুরু করবে পাকিস্তান। এই লড়াই থেকে ইমাদের ছিটকে পড়ার কথা আগের দিন সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

তিনি জানান, “সাইড স্ট্রেইনের চোটে ভুগছে ইমাদ ওয়াসিম। এর অর্থ, আমাদের উদ্বোধনী ম্যাচে সে খেলতে পারবে না।”
গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নেওয়ার সময় চোট পান ইমাদ। নেটে ব্যাটিংয়ের সময় ডান পাঁজরে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে ওই ম্যাচেও আর খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপে খেলার লক্ষ্যে অবসর ভেঙে ফেরা ইমাদকে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বিশ্রামে থাকতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিকিৎসকরা। পরের ম্যাচগুলোতে অবশ্য এই অলরাউন্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাবর।

তিনি বলেন, “যদিও ইমাদ প্রথম ম্যাচে খেলতে পারবে না, আমরা আশা করছি, পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।”

গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ম্যাচের পর নিউ ইয়র্কে আগামী রোববার তাদের লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এরপর কানাডা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ