• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

শূন্য রানে ১০ উইকেট শিকার!

আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে শূন্য রানে ১০ উইকেট শিকার কীর্তি গড়লেন ভারতের রাজস্থানের ভরতপুর জেলার স্থানীয় ১৫ বছরের এক ক্ষুদে ক্রিকেটার বাঁ-হাতি পেসার আকাশ চৌধুরি। ভাওয়ার সিং টি-২০ টুর্নামেন্টে দিশা একাডেমির হয়ে পার্ল একাডেমির বিপক্ষে ৪ ওভারে ৪ মেডেনে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেন আকাশ।
ওই ম্যাচে টস জিতে দিশা ক্রিকেট একাডেমিকে ব্যাটিং-এ পাঠায় পার্ল একাডেমি। ২০ ওভারে ১৫৬ রান তুলে দিশা একাডেমি। জবাবে আকাশের বোলিং তোপে তছনছ হয়ে যায় পার্ল একাডেমির ইনিংস। আকাশের ১০ উইকেট শিকারে ৩৬ রানেই অলআউট হয়ে যায় পার্ল একাডেমি। নিজের প্রথম তিন ওভারে দু’টি করে উইকেট নেন আকাশ। ফলে তখন তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-৩-০-৬।
এরপর চতুর্থ ওভারে হ্যাট্টিকসহ নেন আরও ৪ উইকেট। তাই সব মিলিয়ে এ ম্যাচে আকাশের বোলিং ফিগার দাঁড়ায় ৪-৪-০-১০। এমন বোলিং ফিগার দেখতেও যেমন অবিশ্বাস্য লাগছে, ঠিক তেমনি যেই ক্ষুদে বালক করেছেন তার কাছে অবিশ্বাস্য লাগছে, ‘টি-২০ ফরম্যাটে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেয়া সত্যিই অবিশ্বাস্য। সৃষ্টিকর্তাকে যতই ধন্যবাদ জানাই না কেন, তা কম হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ