লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের কেরোয়া গ্রামের এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক জাহাঙ্গীর হোসেন ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই কিশোরীর মা বাদী হয়ে ২৩ নভেম্বর জাহাঙ্গীর হোসেনকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণ হওয়ায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জাকির বলেন, আসামি ন্যায় বিচার পাননি। রায়টি সন্তোষজনক নয়। এ রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে এ আসামি খালাস পাবে।