বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে ভবিষ্যতে বিদেশে যেতে ও ফিরে আসতে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আলালের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। তিনি জানান, বিএনপি নেতাকে ইতিপূর্বে ১৭বার যথাসময়ে বিদেশে যেতে বাধা দেয়া হয়েছে। ওই বাধা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত ১৭বার বাধা দেয়াকেও অবৈধ ঘোষণা করেছে।