রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হার। এই ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে, কারণ নেদারল্যান্ডসও রয়েছে সুপার এইটের দৌড়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় পারফরম্যান্সের বাইরে এবার আলোচনায় সাকিব আল হাসান। নিজের স্বভাবসুলভ সেই পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাকিবকে নিয়ে কথা বলছেন দেশি-বিদেশি ক্রিকেটাররাও।
বিশ্বকাপের দুই ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ৩০ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেন ৮ রান। দুইদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। বল হাতে এক ওভারে ৬ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতে ৩ রানের বেশি করতে পারেনি।
তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবের ফর্ম নিয়ে কথা বলতে আগ্রহী নন, তার মতে, দলের কেউ এটি নিয়ে চিন্তিত নন। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গটি এলে এমন অভিব্যক্তিই দেখিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলন চলাকালে শান্ত বলেন, “এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কী আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলব না যে তিনি ফিরে আসবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।”
তাহলে সাকিবের চোখের সমস্যার কারণেই খেলতে সমস্যা হচ্ছে? এমন প্রশ্নে শান্তর উত্তর, “চোখের সমস্যা মনে হয় না, সব ঠিকঠাক আছে। অনুশীলনে সবকিছুতেই ঠিক আছেন। এই সংস্করণে এক-দুই সংস্করণে খারাপ যেতেই পারে।”
শান্ত বলেন, “অধিনায়ক হিসেবে বাড়তি চাপ অনুভব করছি না। আমি জানি তিনি নিজেও তেমন কোনো চাপ অনুভব করছেন না। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, খুব ভালোভাবে ফিরে আসবেন।”