• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাই উপজেলার আওয়ামীলীগ যুবলীগের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১নভেম্বর) বেলা ৫ ঘটিকার সময় ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে এই আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধামরাই উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য ও মেঘনা ব্যাংকের পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব এম এ মালেক বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে দেশের উন্নয়ন করতেছে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।কারণ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের আওযামী-যুবলীগকে স-ুসংগঠিত দেশকে উন্ন্য়নের দিকে নিয়ে গেছে। আজকে যুবলীগ-ছাত্রলীগই আগামী দিনের রাজনৈতিক নেতা হয়ে দেশের মানুষের পাশে দাড়াবে। এবং তারাই দেশের উন্নয়ন করবে। তাই আমাদের মনে রাখতে হবে মিলে মিশে করব কাজ দেশের জন্য রাখব মান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোঃ আফছার উদ্দিন জিন্নাহ, আওয়ামী-লীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন গুলশান, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের আইন বিষয়ক উপদেষ্ঠা এ্যাডঃ মোঃ তারেক হোসেন, ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ আবু সাইদ, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য মোঃ মিদুল আহম্মেদ জয়, ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মাহাতাব হোসেন, ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইউসুব আলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গনি, ধামরাই উপজেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি মনোয়ারা লতিফ, পৗর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাড়ারিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ মানছুর, কুশুরা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান জয়, তুষার আহম্মেদ শান্ত, মোঃ উজ্জল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খাইরুল ইসলাম বলেন ধামরাইতে যুবলীগেকে সাংগঠিনিক ভাবে সকলকে একত্র করে আমাদের সংগঠন চলবে এবং সবাইকে নিয়ে আগামী একাদশ নির্বাচনে নৌকার বিজয় করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ