চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
যুবলীগের জাগরণ বাংলাদেশের উন্নয়ন শ্লোগানে শনিবার ভোলাহাট উপজেলা যুবলীগ শাখার আয়োজনে ৪৫তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌণে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বিকেলে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা মেডিকেল মোড়ের আলীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার অলিতে গলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আলীগ সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আলীগ শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আলীগ শাখার সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক যুগ্ম সম্পাদক আফরাজুল হক বাবু। এ সময় অতিথিগণ যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটেন। পরে আলোচনায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউপি আলীগ শাখার সভাপতি আনোয়ার হোসেন রজব, গোহালবাড়ী আলীগ সভাপতি মতিউর রহমান ও যুবলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ অন্যরা।