ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ মুতুর্জ আলী (৪৮) নামে ধর্ষনের ঘটনায় গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।পরে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার লোকজন এসে ঐ মেম্বারকে ধর্ষিতার সাথে বিয়ে পড়িয়ে নিয়ে যায়। রবিবার (১২ নভেম্বর) বেলা ১২ ঘটিকার সময় মুতুর্জ আলীর নিজ বাড়ীতে থেকে তাকে গ্রেফতার করে। মোঃ মুতুর্জ আলী ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মৃত মীর আলীর ছেলে।
এই ব্যাপারে পুলিশ জানান মোঃ মুতুর্জ আলী নামে নান্নার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার গত এক বছর আগে এক গামের্ন্ট কর্মীকে বিয়ে প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষন করে। পরে মুতুর্জ আলী ঐ মেয়েকে বিয়ে না করে তাকে ভয়ভীতি দেখালে ধর্ষীতা থানায় অভিযোগ দায়ের করে। ধর্ষনের অভিযোগের বিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আর জানান পরে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন ও এলাকার গন্যম্যান লোকের মাধ্যমে বসে ঘটনার সত্যতা যাচাই বাচাই করে দেখা যায় মোঃ মুতুর্জ আলী মেম্বার ঘটনার সাথে জড়িত হওয়ায় তাকে দুষি সাব্যাত করে। এবং মুতুর্জ আলী ও মেয়ের মতামতরে বিত্তিতে তাদেরকে পাঁচ লক্ষ টাকা কাবিনের মাধ্যমে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
এই ব্যাপারে ধামরাই থানার আফিসার ইনচার্জ শেখ মোঃ রিজাউল হক (দিপু) বলেন নান্নার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মুতুর্জ আলী ঐ মহিলাকে একাধিক বার ধর্ষন করেছে বলে তার প্রমান পাওয়া গেছে। তবে এলাকার চেয়ারম্যান ও গন্যম্যান লোকের উপস্থিতে এবং ছেলে মেয়ের মতামতের উপর নির্ভর করে তাদের কাবিন রেজিষ্ট্রীর মাধ্যমে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।