চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড়ে জেলা স্কুলে চাঁপাইনবাবগঞ্জ পৌর অটো সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর অটো সমিতির আয়োজনে জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুদ্দীন মন্ডল।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক,ও সাবেক ছাত্রনেতা মোঃ সামিউল হক লিটন,সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নূরুল ইসলাম(মিনহাজ)। এসময় উপস্থিত ছিলেন পৌর অটো সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক সহ সমিতির অন্যান্য সদস্যরা। সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌর অটো সমিতির নতুন সভাপতি আব্দুল হাকিম কে পৌর সমিতির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেয়।