শহরে সাধ ও সাধ্য থাকা সত্যেও কেবল জায়গার অভাবে অনেকে বাগান করতে পারেন না। এই সমস্যা সমাধানের উপায় হতে পারে বোতলে বাগান।
এই পদ্ধতিতে বিভিন্ন সবজি, শাক-পাতা অথবা ফুলের গাছ লাগানো যায়।
জায়গার স্বল্পতা থাকলে অথবা ঘরের সৌন্দর্য বাড়াতে রঙিন বোতলে গাছ লাগানো যেতে পারে। যেকোনো বোতলেই গাছ লাগানো সম্ভব। তবে প্লাস্টিকের বোতলে গাছপালন করা একটু সোজা।
বোতলের মাঝ বরাবর অথবা অনুভূমিকভাবে কেটে নিন। যদি ঝুলিয়ে রাখতে চান তাহলে দুই প্রান্তে দুটি ফুটা করে তাতে দড়ি বা তার বেঁধে নিন।
বোতলে গাছ লাগানোর ক্ষেত্রে লক্ষ্যণীয় বিষয় সম্পর্কে জানান শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘হর্টিকালচার’ বিভাগের অধ্যাপক ড. এএসএন জামাল উদ্দীন।
“এই সময় সবজি, ফল ও ফুল খুব ভালো জন্মে, তাছাড়া নিজের গাছের সবজি বা ফল খাওয়ার আনন্দটাও অনেক। চাইলেই পছন্দের ফুল, সবজি অথবা ঔষধি গাছ লাগাতে পারেন। তবে বোতলে বাগান করতে চাইলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যেমন- গাছ অনুযায়ী বোতলের মাপ, মাটি, সার, পানির ব্যবস্থা ইত্যাদি।”
তিনি পরামর্শ দেন যে, সাধারণত বেলে ও দো-আঁশ মাটি গাছের জন্য ভালো। বোতলে মাটির পরিমাণ কম থাকে তাই এতে জৈব সার ব্যবহার করা উপযুক্ত।
এতে সামান্য ‘কোকো ডাস্ট’ অর্থাৎ নারিকেলের ছোবড়া মিশিয়ে নিতে পারেন। তাহলে ওজন হালকা হবে, মাটি ঝরঝরা থাকবে। আর মাটির পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
বোতলে লাগানোর উপযোগী গাছ হিসেবে বেছে নিতে পারেন মৌসুমের নানা রকমের ফুল-ফল যেমন- চন্দ্রমল্লিকা, অপরাজিতা, জুঁই, মরিচ, স্ট্রবেরিসহ নানারকমের ফলের কলম করা গাছ।
এছাড়াও লেটুস, ধনে, পুদিনা পাতা অথবা নানান ঔষধি গাছ যেমন- তুলসি, বাসক, ডায়াবেটিস গাছ ইত্যাদি লাগানো যায়।