উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে আজ ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ এবং পাবনা-বগুড়া মহাসড়কে টানা ৬ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। উল্লাপাড়া রেল স্টেশনের পাশে বগুড়া-পাবনা মহাসড়কে লেভেল ক্রসিং মেরামত কাজের জন্য আজ রোববার ভোর ৬ টা থেকে বেলা ১২ অবধি তা বন্ধ ছিল। এ কারণে বিভিন্ন গন্তব্যের ট্রেন ও বাসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। উল্লাপাড়া রেল ষ্টেশনের পাশ্ববর্তী লোকজন লেভেল ক্রসিং ভ্যান কিংবা অটো রিক্সা বদল করে তাদের গন্তব্যে যেতে হয়েছে। লেভেল ক্রসিং কাজের কারণে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন গুলো জামতৈল, ক্যাপটেন মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে দাঁড়িয়ে ছিল। অপর দিকে ঢাকাগামী ট্রেনগুলো উল্লাপাড়া, মোহনপুর ও চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে ছিল। এদিকে লেভেল ক্রসিং বন্ধ থাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দু‘পাশে প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। মেরামত শেষ হলে বেলা ১২টার পরে লেভেল ক্রসিং হয়ে ট্রেন ও বাস চলাচল শুরু করে। উল্লাপাড়া স্টেশন মাস্টার শামছুল আলম যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, লেভেল ক্রসিংটি অনেক দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। রেল কর্তৃপক্ষ গত দু’তিন দিন আগে থেকেই লেভেল ক্রসিংয়ের পাশে মাইক লাগিয়ে রোববার এটি মেরামতের ঘোষণা দেয়। এ ঘোষণায় পথটিতে সব ধরনের যানবাহনের চলাচল কমপক্ষে ৫ ঘন্টা বন্ধ থাকবে বলে প্রচার করা হয়। ভোর ৬টায় রেলওয়ের মেরামত কর্মীরা লেভেল ক্রসিংয়ে কাজ শুরু করে। শেষ হয় বেলা ১২টায়। এরপর ক্রসিংটি হয়ে ট্রেন ও বাস চলাচলের জন্য খুলে দেয়া হয়।