রংপুর অফিস॥
অর্থনীতিবীদ ড. আবুল বারকাত বরেছে, আমলা তান্ত্রিক জটিলতার কারনে দেশের পিছিয়ে পরা এলাকাগুলোতে মিল কারখানা গড়ে উঠছে না। আমি যখন জনতা ব্যায়কের চেয়ারম্যান থাকার সময় দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প কারখানা গড়ার চেষ্টা করে ছিলাম। কিন্ত করতে পারি নাই।
তিনি বলেন, অভিবাসনের দিক থেকে আমরা বিশে^ পঞ্চম স্থান অধিকার করেছি। ১ কোটির বেশি মানুষ দেশের বাহিরে আছেন। দেশে তারা সবচাইতে বেশি টাকা পাঠান। গ্রাম শহরের মধ্যে বৈষম্য দুরু করতে হবে। ১৯৭৬ সালে যেখানে ৬ হাজার মানুষ দেশের বাহিরে গেছে ২০১৬ সালে গেছে সাড়ে সাত লাখ মানুষ।
গতকাল রবিবার তিনি রংপুর বিভাগীয় কমিশনারের হল রুমে অভিবাসন এবং উন্নয়ন জাতীয় কৌশল ও পরিকল্পনা, পরিবিক্ষণ, মূল্যায়ন কাঠামো প্রণয়ন বিষয়ক বিভাগীয় পরমর্শ সভায় মূখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
আবুল বারাকাত বলেন, অভিবাসনের দিক থেকে কুমিল্লা জেলা এগিয়ে আছে। ২০১৬ সালে এই জেলা থেকে প্রায় ৮৭ হাজার মানুষ দেশের বাহিরে গেছে। আর রংপুর থেকে গেছে মাত্র ২ হাজার ২ শত ৮৪ জন। আমাদের বৈষম্য দুর করতে হবে। সব এলাকায় সম উন্নয়ন করতে হবে। বাঙ্গালী জাতি সব কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এদেশের কিছু লোকের পরামর্শে বিশ^ ব্যাংক পদœা সেতুতে ঋণ দান বন্ধ করেছে। আর সেই পদœা সেতু এখন আমরাই করছি।
রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, াতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মজিদ, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু প্রমুখ।