রংপুর অফিস॥
সুশাসনের জন্য নাগরিক সুজনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার রংপুরে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়।
সুজন রংপুরের উদ্যোগে সকাল ১১টায় বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রংপুরের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন। রংপুর টাউন মাঠ প্রাঙ্গন হতে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রংপুর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে সুজন জেলা স¤পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের প্রবীন নেতা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্চু, বিশিষ্ট লেখক ও কবি প্রফেসর শাহ্ আলম,বিশিষ্ট লেখক,কবি স্মাতিক শাহ্ আল মারুফ, পেশাজীবি ফোরাম সভাপতি এ্যাড, শামীমা আখতার শিরিন, নারী নেত্রী ইরা, সুজন মহানগর শাখার সভাপতি সাংবাদিক আফতাব হোসেন, স¤পাদক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, জেলা সহ-স¤পাদক আতোয়ারুজ্জামান লাঞ্চু, সিপিবির সভাপতি কমরেড শাহাদত হোসেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি বনমালী পাল, শিক্ষাবিদ উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুল, প্রবীন সঙ্গীত প্রযোজক খাদেমুল ইসলাম বসুনীয়া, সাংবাদিক জাকির আহমদ ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু প্রমুখ।সুজনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোটা উপজেলায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।