রংপুর প্রতিনিধি॥
রংপুরের শ্যামপুরে সড়ক দূর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষা কেন্দ্র শ্যামপুর ভিআইপি শাহাদৎ হোসেন উচ্চ বিদ্যালয়ে বাবার সাথে মোটরসাইকেলে করে যাবার পথে বৈকুণ্ঠপুরের মাথা পাইকাড়ের গাছ সংলগ্ন সড়কের উপর ট্রাক টরের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী আহসান হাবিব (১৪) শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র । সদর উপজেলার সদ্যপুষ্করীনি ইউনিয়নের কাটাঁবাড়ি গ্রামের সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহত বাবা সেলিম রেজাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দনপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু মিয়া, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।