রংপুর প্রতিনিধি॥
পাগলাপীর ঠাকুর পাড়ায় মৌলবাদীদের দ্বারা নির্যাতিত মানুষগুলোর পাশে হাত বাড়িয়েছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার কে নগদ অর্থ পাচ হাজার টাকা করে দেন রংপুর কমিনিউটি পুলিশ । গতকাল রোববার সকাল ১১টায় অমানবিক নির্যাতন ঘটনার বিচারের দাবিতে মানব্বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য যে, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেয় জামায়ত নেতাকর্মীরা। গত ১০ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের জৈনিক টিটুর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে উক্ত গ্রামের সনাতন ধর্মালম্বীদের উপর যেভাবে হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তা অনাঙ্খিত ও অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদ এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পক্ষ থেকে দাবি করেন নেতৃবৃন্দ। ১০ নভেম্বর ২০১৭ ইং এর পূর্বে এলাকায় মাইকিং করে একটি অজ্ঞাত এবং সংবদ্ধ দল টিটুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত ছিল। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী উল্লিখিত নির্দিষ্ট তারিখে জুম্মার নামাজের পর পাঞ্জাবি টুপি পরিহিত যুবক এবং প্রাপ্তবয়স্ক প্রায় হাজারের অধিক মানুষ আংশিকভাবে উপরে উল্লিখিত গ্রামের মানুষদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর আগুন জ্বালিয়ে বাড়িঘর পুড়িয়েমন্দির ভেঙে সমস্ত গ্রামটি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয় এবং বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়ে না যাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসকে এলাকায় ঢুকতে বাধা দেয়। ঘটনাটি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ১৪৪ ধারা জারি করে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গোলাম ফারুখ ডিআইজি রংপুর রেঞ্জ, মিজানুর রহমান পিপিএম রংপুর পুলিশ সুপার, বাবুল মিয়া কোতয়ালী অফিসারস ইনচার্জ, এছাড়াও সংগঠনের সদস্য সচিব শুশান্ত ভৌমিকসহ অন্যান্যরা।