চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামাতুল্লাহ কলেজে স্বাধীনতা শিক্ষক ছাত্র কেন্দের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ বলেন এই স্বাধীনতা শিক্ষক কেন্দের উদ্বোধনের মধ্যদিয়ে
ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে নিবিড় বন্ধের দ্বার উন্মোচিত হল। শাহনেয়ামাতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম কে এত সুন্দর ও ভিন্নধর্মী পরিকল্পনার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন এ স্বাধীনতা ছাত্র কেন্দে বসে ছাত্ররা শিক্ষকদের সাথে তাদের মনের ভাব প্রকাশের মাধ্যমে আদর্শ ছাত্র হিসেবে গড়ে উঠবে। পাশা-পাশি ছাত্ররা বিপদগামী হতে রক্ষা পাবে। তিনি শাহনেয়ামাতুল্লাহ কলেজ কে সরকারী করার আশ্বাস দেন। তিনি গতকাল রোববার দুপুরে শাহনেয়ামাতুল্লাহ কলেজে স্বাধীনতা শিক্ষক ছাত্র কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য দেন। শাহনেয়ামাতুল্লাহ কলেজেরর অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম ,সহকারী অধ্যক্ষ মাহফুজুল হাসান।এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।