• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে মুক্তিযোদ্ধাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর চারটার দিকে শহরের খারদ্বার এলাকার মল্লিক আবু বক্কর সিদ্দি(৬৭)এর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।  স্থানিয় লোকজন আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা আবু মল্লিকের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে পুলিশ । তবে হামলার ঘটনায় জড়িত কাউকে এখনো  গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে যে,পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের উপর হামলা করে থাকতে পারে।আহতরা হলেন,খারদার এলাকার মৃতআকবর আলী মল্লিকের ছেলে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মল্লিক (৬৭) ও একাই এলাকার শোকর আলী ফকিরের ছেলে সোহরাব ফকির (৪৮)। আবু মল্লিক আওয়ামীলীগের কর্মী। তার গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামে।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা মল্লিক জানায় রোববার ভোর চারটার দিকে ৭/৮ জনের একটি মুখোশধারী দল ঘরের পেছনের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। গ্রিল ভাঙ্গার শব্দে আমাদের ঘুম ভেঙ্গে গেলে দরজা খুলে বাইরে আসে। এসময় ওই মুখোশধারীরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যায়। পরে আমার ডাকচিৎকারে প্রতিবেশি সোহরাব ফকির নামে এক প্রতিবেশি ছুটে আসলে তারা তাকেও আমার বাড়ির সামনে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। তবে কারা কি কারনে আমার স্বামীর উপর এমন হামলা করল তা আমি বুঝতে পারছিনা।
প্রতিবেশি এনামুল কবির ও হুমায়ুন কবির বলেন, মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিক গ্রাম থেকে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় এসে জায়গা কিনে বাড়ি করেছেন। তার দুই মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন আর ছেলে চাকরি নিয়ে ঢাকায় থাকেন। তিনি তার স্ত্রী শাহিদাকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন। স্থানীয়দের সাথে তার কোন বিরোধ আছে বলে শুনিনি। ভোরে তাদের আতœচিৎকারে আমাদের ঘুম ভেঙ্গে যায়। আমরা তার বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে প্রথমে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। এই হামলাকারীরা আরেক প্রতিবেশি সোহরাব ফকিরকে আবু মল্লিকের বাড়ির সামনে পেয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহীনুল আলম ছানা এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা মল্লিক আবু বক্কর সিদ্দিক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামীলীগের কর্মী। তাকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের কাছে দাবী জানান তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহাতাব উদ্দিন এই প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকসহ দুজনকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তার গ্রামের বাড়ির এলাকায় কিছু লোকজনের সাথে তার বিরোধ রয়েছে। সেই পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা আবু মল্লিকের উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক শেখ ইমরান মোহম্মদ এই প্রতিবেদককে বলেন, আহত মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্করের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ