উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি পালন করেন। এক দফা দাবি আদায়ের লক্ষে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করেন। এ্যাসোসিয়েনের উল্লাপাড়া শাখার সভাপতি আলী আহমেদ রতনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন-পৌর সচিব তৌহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাব রক্ষক শ্রীকান্ত বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মারুফ হোসেন, এ্যাসেসর শহিদুল ইসলাম, বাজার পরিদর্শক এস.এম. আমিনুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্বাস উদ্দিন, কর আদায়কারী মাযহারুল ইসলাম, আব্দুস ছালাম, আব্দুর রহমান, সেলিম রেজা, আরিফুল ইসলাম প্রমুখ। বক্তাগন সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তির এক দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।