স্টাপ রিপোর্টার ॥
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রেও রক্ষাকবচ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ১৫তম কেক কাটা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার রাতে শহরের সদর রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সভার সভাপতিত্ব করেন, সুজন সহ-সভাপতি আনম রিয়াজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুজনের উপদেষ্টা মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাছির লিটন।
বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ বারী, এনটিভি স্টাপ রিপোর্টার করেসপন্ডেট আফজাল হোসেন। সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম। হিন্দু চৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক ও সুজন নির্বাহী সদস্য অবিনাস নন্দি, পৌর কমিটির সম্পাদক অসীম আচায্য শান্ত, জেলা কমিটির সদস্য মোঃ সোলাইমান প্রমুখ। সঞ্চালনা করেন, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পায়ে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করায় করা রোভার স্কাউটস শাহাদাত, মামুন, তারেক, সোহাগকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুজন সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।