ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ১০৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১ ঘটিকার সময় রাধানগর এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে মোঃ মোতালেব হোসেন (৪৩), এবং সানোড়া ইউনিয়নের মহিশাষী গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে মোঃ কানন হোসেন (২৪)।
এই ব্যাপারে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এস আই) মোঃ কামরুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান গোপন সংবাদের বিভিতে জানতে পারি রাধানগর বালিয়া ইউপি চেয়ারম্যানের ইট ভাটায় এলাকায় ইয়াবা বেচাকেনা হইতেছে। সাথে সাথে সংগীয় পুলিশ বাহিনী নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোতালেব হোসেন ও কানন হোসেনকে হাতে নাতে ১০৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।