সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের সিদ্ধান্তে সরকারি কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবিতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রোববার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, হিসাব রক্ষক রশিদ্দুজ্জামান লেবু, কর নির্ধারক মনিরুজ্জামান তালুকদার, কার্য সহকারি এ. জি. এম. শাহজাহান আলী, স্টোর কিপার হুমায়ুন কবির শ্যামল, পানি বিল কেরানি আবু সাঈদ তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা কর্মকর্তা কর্মচারীদের দুুুর্বিসহ জীবন যাপন থেকে স্বাভাবিক জীবন যাত্রায় চলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।