• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রজ্ঞন সাহা এ তথ্য জানান।

মনির কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সমীর রজ্ঞন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে অবহিত করে। বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরও জানান, বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। গত ৩ দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড় ওঠার পর বন্যহাতির আক্রমণে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সমীর রজ্ঞন সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ