পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পিএসএলের আগামী আসরেও খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনেই খেলবেন পেশওয়ার জালমির হয়ে। আগমী বছরের শুরুতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। কিন্তু তার আগেই পাকিস্তানের আঞ্চলিক ভাষায় টুইট করে সমালোচনার মুখে জাতীয় দলের এই দুই সতীর্থ!
পিএসএলের প্রচারণার অংশ হিসেবে পশতু ভাষায় টুইট করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। টুইটে দুজনেই পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন।