একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছর জুন মাসে স্বতন্ত্র পরিচালক হিসেবে একজন নারী সদস্য নিয়োগের বিষয়টি অনুমোদন দেয় সংস্থাটির পূর্ণাঙ্গ কাউন্সিল।
ক্রিকেটের পাশাপাশি বাণিজ্যিক, স্বেচ্ছাসেবী অথবা পাবলিক এনভায়রনমেন্ট সম্পর্কে দক্ষ আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করতে বলা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালক হিসেবে কোনো নির্বাহী বা পরিচালনা সংক্রান্ত ক্ষমতা ভোগ করতে পারবেন না।
আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি নিয়োগে আমরা খোলা মন নিয়ে কাজ করছি। কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই ক্রিকেট বিষয়ে আগ্রহী হতে হবে এবং তাকে দক্ষ ও অভিজ্ঞতার স্বাক্ষর রাখতে হবে।