অভিনেত্রী আনুশকা শেট্টির বলিউড অভিষেক নিয়ে খুব শোরগোল হয়েছিল একসময়। এখন জানান গেছে তিনি করণ জোহরের একটি ফিল্মে কাজ করা অফার ফিরিয়ে দিয়েছেন।
খবরে প্রকাশ ‘বাহুবলি’ ফিল্মের জন্য খ্যাত জনপ্রিয় অভিনেত্রীটি করণের প্রস্তাবিত চলচ্চিত্রটিতে তার ভূমিকাটি পছন্দ করেননি। অন্যদিকে একটি সংবাদপত্রের সূত্রে জানা গেছে তার এই সিদ্ধান্তের পিছে অভিনেতা প্রভাষের বিশেষ ভূমিকা আছে।
এক সূত্র বলেছে, “করণ তার একটি ফিল্মে আনুশকাকে নেবার জন্য আগ্রহী ছিলেন, কিন্তু ভূমিকাটি তার জন্য সন্তোষজনক নয় বলে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। ‘তামাশা’ ফিল্মের অফারও তিনি একই কারণে ফিরিয়ে দিয়েছিলেন। আর হ্যাঁ, অনেকে অনুমান করছে তিনি সিদ্ধান্ত নেবার আগে প্রভাষের পরামর্শ নিয়েছেন।”
আনুশকা এর আগে ‘গোলমাল এগেইন’ এবং ‘সিংহম’ ফিল্মগুলোর অফারও ফিরিয়ে দিয়েছিলেন।
জানা গেছে একই ফিল্মে কাজ করার জন্য প্রভাষকেও প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু, তিনি ৩০ কোটি রুপি সম্মানীর দাবী করায় করণ প্রস্তাব ফিরিয়ে নেন।
প্রভাষ আর আনুশকার সম্পর্ক নিয়েও গুঞ্জন আছে। তবে তারা তাদের সম্পর্ক বন্ধুত্বে সীমাবদ্ধ বলে দাবী করেছেন। এক প্রতিবেদন থেকে জানা যায় আনুশকা প্রভাষকে একটি দামী ঘড়ি উপহার দিয়েছেন আর প্রভাষ বান্ধবীকে জন্মদিনে একটি বিএমডবিøউ গাড়ি উপহার দিয়েছেন।