বাগেরহাট প্রতিনিধি॥
রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আবার ও সকালÑসন্ধ্যা কর্মবিরতী পালন করছে। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা এ কর্মবিরতি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মোঃ জামসেদ আলী, সেলিম ফকির, সানজিদা বেগম, আশিষ কুমার হোড় প্রমুখ।কর্মসূচীতে বক্তারা বলেন নাগরিক সেবা দিতে সব সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকেন। কিন্তুপৌরসভার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করছে সরকার। রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পরিশোধ না করে সরকার বৈষম্য করছে। অবিলম্বে যদি পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন ভাতা ও পেনশন প্রদান না করা হয় তা হলে কঠোর আন্দোলন করা হবে। একই দাবিতে জেলার মোড়েলগঞ্জ ও মোংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করছে।