চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টন্স এ্যাসোসিয়েশনের সভাপতি এবং কোয়ালিটি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহেদ পুণ:রায় ভারত-বাংলা চেম্বারের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোয়ালিটি এন্টারপ্রাইজের সচিব আনোয়ারুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে ১৬ সদস্য পরিচালনা পর্ষদের মধ্যে ৮ জন ভারতীয় ও ৮ জন বাংলাদেশী ব্যবসায়ী নির্বাচিত হয়েছেন। এতে নিটল মটরস গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ সভাপতি, সান ফার্মাসিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক সঞ্চয় কুমার রায় মহাসচিব, কোয়ালিটি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহেদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিস্টেম টেকনোলোজি লিমিটেডের চেয়ারম্যান দেওয়ান সুলতান আহম্মেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য সদস্যগন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।