চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোমবার কমিউনিটি পুলিশিং সমাবেশ ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভোলাহাট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, গোমস্তাপুর সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল হোসেন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ ডিআইজির প্রতিনিধি এসআই আইনুল হক, ভোলাহাট পুলিশিং কমিটির আহবায়ক এখতিয়ার উদ্দিন আহমেদ, সমাজসেবক আব্দুল খালেক, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ভুটু ও মইন উদ্দিনসহ অন্যরা। পরে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন উপস্থিত সূধীরা। উপস্থিত সূধীদের প্রশ্নের উত্তর দেন সমাবেশের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার।