• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

অপেক্ষা বাড়ল মোস্তাফিজের, তামিম খেলতে পারেন আজ

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

ইনজুরির দরুন গেলবার বিপিএলে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এবারও একই কারণে এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি তার। আদৌ হবে কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে। বিপিএলে মোস্তাফিজ রয়েছেন রাজশাহী কিংসে। পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি তার। বোর্ড তার খেলার ব্যাপারে ছাড়পত্র না দিলে খেলা হবে না।

এদিকে ইনজুরির ছোবলে বাইরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে আর কোনো বাধা নেই। ফ্র্যাঞ্চাইজি চাইলে মঙ্গলবার মাঠে দেখা যেতে পারে তাকে।

দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালিতে চোট পান এই বাঁ-হাতি পেসার। যে কারণে এখনও মাঠে নামতে পারেননি তিনি।

সোমবার একাডেমি মাঠে হালকা অনুশীলনের পর মোস্তাফিজ যুগান্তরকে বলেন, ‘দেখি কী হয়। অনুমতির অপেক্ষায় আছি।’

বিসিবির একটি সূত্র জানিয়েছে, মিরপুরে বিপিএলের শেষ পর্বে তাকে খেলানো হতে পারে।

তার ইনজুরির অবস্থা নিয়ে এদিন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ সপ্তাহে তার মাঠে নামা হচ্ছে না। বিশেষ করে ঢাকায় এই পর্বে। সপ্তাহখানেক পর তাকে আমরা আবার দেখব। এরপর সিদ্ধান্ত নেব। চট্টগ্রামে তার খেলার সম্ভাবনা রয়েছে।’

রাজশাহী কিংসের সিইও তাহমিদ আজিজুল হক বলেন, ‘মোস্তাফিজ এখনও বিসিবির অধীনে রয়েছেন। বিসিবি ছাড়পত্র না দিলে তাকে খেলাতে পারছি না।’

দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালকে মঙ্গলবার খেলাতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিসিবি তাকে ছাড়পত্র দিয়েছে।

এ নিয়ে ডা. দেবাশীষ বলেন, ‘তামিম ভালো আছেন। রোববার আমরা তাকে পরীক্ষা করেছি। এখন কোনো সমস্যা নেই। ফ্র্যাঞ্চাইজি চাইলে তাকে মঙ্গলবার খেলাতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ