চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরের শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি ১৪ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ডয়চে ভেলের।
অগ্নিকাণ্ডের ঘটনার ফুটেজ নানা অনলাইনমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ফুটেজে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকেই এসময় বেলকনিতে বেরিয়ে আসেন। উদ্ধারকারীদের তৎপরতায় সেখান থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
তিন শতাধিক কর্মীর প্রচেষ্টায় রাতভর উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো তদন্ত চলছে।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩০০ জরুরি কর্মী এবং কয়েক ডজন গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ৩০ জনকে আগুন থেকে উদ্ধার করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকর্মী এবং প্রাদেশিক কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।