• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু, আমাদের বিজয় আমেরিকার বিজয়।

বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু বলেন, ‘যখন আমরা ইরানের সাথে যুদ্ধ করছি, তখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উগ্র ও খুনি শত্রুর সাথে যুদ্ধ করছি। আমাদের লড়াই আপনাদের লড়াই এবং আমাদের বিজয় আপনাদেরই বিজয় হবে

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এ নিয়ে চতুর্থবারের মতো ভাষণ দিয়েছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার কারণে বুধবার অনেক ডেমোক্রেট আইনপ্রণেতাই অধিবেশন বয়কট করেছিলেন। ক্যাপিটাল হিলের বাইরে অনেক ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করেছেন। তারা ইসরায়েলি নেতাকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দিয়েছেন। নেতানিয়াহুর ভাষণ চলাকালে ক্যাপিটল হিলের ভেতরে প্রবেশের চেষ্টা করায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

গাজায় চলমান যুদ্ধ অব্যাহত মার্কিন সমর্থনের জন্যও ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি জানি আমেরিকা আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ।’

নেতানিয়াহু বলেন, ‘দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে।’

তিনি জানান, মার্কিন সামরিক সহায়তা গাজা যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটাতে পারে এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ প্রতিরোধে সহায়তা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ