• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেয়ায় যুক্তরাজ্যের পপলার ও লাইম হাউজের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগমসহ ক্ষমতাসীন লেবার পার্টির সাত এমপিকে বরখাস্ত করা হয়েছে। দল থেকে তাদের ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি ৩৬৩-১০৩ ভোটে পরাজিত হয়। এ প্রস্তাব পাস হলে দুই সন্তানের বেশি সব অভিভাবকরা ইউনিভার্সেল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতেন।

আপসানাসহ সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্যার কিয়ারের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী রেবেকা লং-বেইলি, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। পর্যালোচনা করার আগে তারা এখন ছয় মাসের জন্য স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসবেন।

তবে স্যার কিয়ার স্টারমার নিজ দলের সাতজন এমপিকে বরখাস্ত করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে সমালোচনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। অন্যদিকে, বরখাস্তের প্রতিক্রিয়ায় এমপি আপসানা ও জারা সুলতানা তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তারা ন্যায়ের পক্ষে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ