• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

সাদা পোশাকে আজকের দিনে স্বপ্ন দেখানো শুরু শচিনের

আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ভারতের ক্রিকেট ইতিহাসে ১৫ নভেম্বর দিন স্মরণীয়। কারণ ১৯৮৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচিন রমেশ তেন্ডুলকারের টেস্ট অভিষেক হয়।
পাকিস্তানের করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এদিন ভারত বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ছিল। ১৬ বছরের একটা বাচ্চা ছেলে নেমেছিল ব্যাট হাতে। তখন কে জানত এই ছেলেই একদিন হয়ে উঠবে ভারতীয় ক্রিকেটের লিজেন্ড। সেরা হয়ে ওঠার শুরু সেই থেকেই।
প্রথম টেস্টে শচিন ব্যাট করতে নেমেছিলেন ছয় নম্বরে। যখন ভারত ৪১ রানে চার উইকেট হারিয়ে বসেছিল। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৪০৯ রান।  তেন্ডুলকারের ব্যাট থেকে সেদিন ২৪ বলে ১৫ রান এসেছিল, তাতে ছিল দুটো বাউন্ডারি। শচিনকে ফিরিয়েছিলেন ওয়াকার ইউনিস। তারও ছিল সেটা অভিষেক ম্যাচ। শেষ পর্যন্ত অবশ্য এই ম্যাচ ড্র হয়েছিল।
২৪ বছরের ক্রিকেট জীবনে শচিন টেস্ট ম্যাচ খেলেছেন ২০০টি। মোট রান করেছেন ১৫৯২১। টেস্টে তার সর্বোচ্চ রান ২৪৮। গড় ৫৩.৭৮। সেঞ্চুরি ৫১টি ও ৬৮টি হাফ সেঞ্চুরি করেছেন।  অন্যদিকে ওয়ান ডে ক্যারিয়ারে ৪৬৩টি ম্যাচে মোট রান করেছেন ১৮৪২৬। সর্বোচ্চ রান ২০০। গড় ৪৪.৮৩। এর মধ্যে সেঞ্চুরি ৪৯টি ও  ৯৬টি হাফ সেঞ্চুরি করেছেন।
পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর শেষ ম্যাচ খেলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩ সালের ১৪ নভেম্বর।  এদিকে ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধেই ওয়ান ডে অভিষেক হয়েছিল শচিনের। শেষ ওয়ান ডে খেলেন ২০১২ সালের ১৮ মার্চ বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ