রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিযার লিগ-বিপিএল টি-টোয়েন্টিতে অংশ নিতে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুর রাইডার্সের পেজে একটি ছবি দিয়ে লেখা হয়, ‘ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেট ভুমিতে পৌঁছেছেন। আশা করছি আগামী ১৮ নভেম্বর কুমিল্লার বিপক্ষে তিনি মাঠে নামবেন। বোর্ডে তাকে স্বাগতম।’
এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর। খুব দ্রুতই দলটির সঙ্গে যুক্ত হবেন আরেক টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল। তাই এ দুজনকে নিয়ে দলটির শক্তি অনেকাংশে বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।